ইভিএমের ব্যবহার জানাতে ভোটারদের কাছে এসএমএস

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২; সময়: ১:২৭ অপরাহ্ণ |
ইভিএমের ব্যবহার জানাতে ভোটারদের কাছে এসএমএস

পদ্মাটাইমস ডেস্ক : বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫০টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহারের জন্য এরই মধ্যে প্রায় ৯ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে।

নির্বাচনে ভোটদানে ইভিএমের ব্যবহার পদ্ধতি জানাতে ভোটারদের মোবাইল নম্বরে এসএমএস দিচ্ছে নির্বাচন কমিশন।

রোববার (৯ অক্টোবর) থেকে ভোটারদের এই এসএমএস দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান।

এর আগেও বিভিন্ন নির্বাচন ঘিরে এসএমএস দেওয়া হলেও এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসএমএস দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এসএমএস-এ লেখা হয়- ইভিএমে ভোট দিতে পছন্দের প্রতীকের পাশের সাদা বাটন এবং ভোট নিশ্চিত করতে সবুজ বাটন চাপুন-ইসি’।

এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে আরও দুই লাখ ইভিএম কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে ইসি। সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের অনুমোদনের জন্য এ প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

ইসি সূত্র জানায়, কমিশনের হাতে এখন দেড় লাখ ইভিএম আছে। একদিনে ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও প্রায় দুই লাখ ইভিএম মেশিন প্রয়োজন হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে