পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীতে বিভিন্ন কর্মসূচি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২; সময়: ১০:২৮ অপরাহ্ণ |
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরীতে বিভিন্ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (১২ রবিউল আউয়াল) আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসটি পালন উপলক্ষে রাজশাহী মহানগর শাখা গাউছিয়া কমিটি শত শত আশেকে রাসুল (সা.) জনতাকে নিয়ে বায়তুল মামুর জামে মসজিদ শিরইল কলোনী ৪ নম্বর গলি থেকে সকাল সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভাযাত্রা বের করবে।

জানা গেছে, শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহমখদুম (রহ.) দরগাহ শরীফে চাদর পুশী শেষে পুনরায় বায়তুল মামুর জামে মসজিদ শিরইল কলোনী ৪ নম্বর গলিতে জামায়েত হবে। সেখানে পবিত্র মিলাদ মাহফিল ও দরুদ সালাম ও কেয়াম এবং সমস্ত মুসলিম উম্মার এবং দেশও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হবে।

মোনাজাত পরিচালনা করবেন মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদরী । মোনাজাত শেষে তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে।এ উপলক্ষে একদল স্বেচ্ছাসেবকদের নিয়ে সকল প্রন্তুতি সম্পন্ন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে