শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২; সময়: ৭:৩২ অপরাহ্ণ |
শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : সবার জন্য জম্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা।

বক্তারা বলেন, শিবগঞ্জ পৌরসভা ও উপজেলার প্রত্যেক ইউনিয়নে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্ম ও মৃত্যুর নিবন্ধন বাধ্যতামূলক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে