মোহনপুরে প্রশাসনের হস্তক্ষেপে উম্মুক্ত হল বিলে যাতায়াতের পথ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২; সময়: ৭:২৮ অপরাহ্ণ |
মোহনপুরে প্রশাসনের হস্তক্ষেপে উম্মুক্ত হল বিলে যাতায়াতের পথ

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিলে যাতায়াতের পথ উম্মুক্ত হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহীর স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে “মোহনপুর বিলে কৃষকদের যাতায়াতের পথ বন্ধ করলো প্রভাবশালী” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সংবাদটি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হয়।

ওইদিনই বিকালে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় উক্ত বিলে যাতায়াতের পথটি উম্মুক্ত করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ, উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজিবুল ইসলাম।

সংবাদ সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামের প্রভাবশালীদের বাঁশের বেড়া ও তালা দিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ উঠে। এতে করে সইপাড়া ও গাঙ্গোপাড়া গ্রামের বেশ কিছু কৃষক চরম ভোগান্তিতে পড়ে। এ বিষয়কে কেন্দ্র করে যে কোন মুর্হুতে সংঘর্ষ দেখা দিতে পারে বিধায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করায় জনস্বার্থে উপজেলা প্রশাসন রাস্তাটি উম্মুক্ত করে দেন।

এবিষয়ে জানতে চাইলে সাইপাড়া গ্রামের মৃত এরশাদ হোসেন আলী শাহ্ ছেলে জাহাঙ্গীর শাহ্ রুপুল বলেন, গাঙ্গোপাড়া দেশ কোল্ড স্টোরেজ লিমিটেড এর রাজশাহী-নওগাঁ মহাসড়কের পূর্বপার্শ্বের ডোবা স্থানটি পরিত্যক্ত এবং জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। আমি আমার নিজের প্রয়োজনে অর্থ খরচ করে জায়গাটি মাটি দিয়ে ভরাট করি।

এদিক দিয়ে তেমন কেউ চলাফেরা করে না। তবে বিকালে এবং সন্ধ্যায় এ রাস্তায় বেশ কিছু মাদকসেবি বিলে গিয়ে মাদক সেবন করে। তাই আমি আমার নিজের ও লিজকৃত জমির ফসল ও পুকুরের মাছ চুরির হাত হতে রক্ষা করতে বেড়া দিয়েছিলাম। আজ পর্যন্ত কোন কৃষক এ বিষয়ে আমাকে অভিযোগ দেয়নি। সংবাদ প্রকাশ হলে এ বিষয়ে জানতে পারি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলি ও ঘটনা স্থলে এসে বেড়া খুলে দেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে