পবায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২; সময়: ৭:১২ অপরাহ্ণ |
পবায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে কাজ করছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদে নিবন্ধন করা বাধ্যতামূলক। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে আরো উৎসাহিত করতে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেন সরকার। এছাড়াও জন্ম নিবন্ধনে হয়রানী না হয় তা নিশ্চিত করতে হবে।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদা সাথী, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম।

এসময় আরও উপস্থিত ছিলেন কাটাখালী পৌর নির্বাহী কর্মকর্তা সিরাজুম মনির, নওহাটা পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশভানু বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোগ্রাম অফিসার মাসুদ রানা, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের সচিব গোলাম সাকলায়েন ও উদ্যোক্তা জিয়াউল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে