সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে বের হওয়া র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পৌর কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশনের সুজানগর পৌরসভার সাধারণ সম্পাদক মাসুদ রানা ও স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পৌর কর্মকর্তা সুব্রত কুমার কুন্ডু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পৌর মেয়র রেজাউল করিম রেজা তার বক্তব্যে বলেন, শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।

উল্লেখ্য সুজানগর পৌরসভা এবছর অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করায় এদিন সকালে পৌর মেয়র রেজাউল করিম রেজার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে