চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২; সময়: ৩:৩৭ অপরাহ্ণ |
চারঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : নির্ভুল জম্ম-মুত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় চারঘাটে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, রাজশাহী উপ-পরিচালক (বিআরডিবি) মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মানজুরা মুশাররফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম,চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমাম মতিসহ ৬টি ইউপি চেয়ারম্যানগন ও সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, ৪৫ দিন মধ্যে প্রতিটি শিশুদের জম্ম নিবন্ধনসহ নির্ভুল জম্ম-মুত্যু নিবন্ধন করব শুদ্ধ ভাবে করার জন্য আহবান জানান।

অপরদিকে চারঘাট পৌরসভার উদ্যোগে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে পৌর চত্বর থেকে র‌্যালীটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর সচিব প্রকৌশলী রেজাউল করিমসহ পৌর কর্মকর্তা, কাউন্সিলর ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে