মোহনপুরে প্রভাবশালীর তালায় কৃষকদের যাতায়াত বন্ধ

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২; সময়: ৭:১৪ অপরাহ্ণ |
মোহনপুরে প্রভাবশালীর তালায় কৃষকদের যাতায়াত বন্ধ

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া গ্রামের প্রভাবশালীদের বাঁশের বেড়া ও তালা দিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এতে করে সইপাড়া ও গাঙ্গোপাড়া গ্রামের শতাধিক কৃষকের চরম ভোগান্তিতে পড়েছে।

সরজমিনে গিয়ে দেখাগেছে , সাইপাড়া গ্রামের মৃত এরশাদ আলী শাহ্ ছেলে জাহাঙ্গীর শাহ্ রুপুল,রহমান সরকার ছেলে সাইদুর রহমান,মফিজ সরকার ছেলে হাবিবুর রহমান গাঙ্গোপাড়া দেশ কোল্ড স্টোরেজ লিমিটেড এর রাজশাহী-নওগাঁ মহাসড়কের পূর্বপার্শ্বে সরকারি রাস্তা ও পানি নিষ্কাষন এর জায়গা মাটি দিয়ে ভরাট করে নিজের স্বার্থে পুকুর খনন ও মাটি বিত্রিু ব্যবসা শুরু করেছিল।

তাদের মাটি বিত্রিুর ব্যবসা শেষ হলে এলাকার স্থানীয় কৃষকদের বিল-(মাঠ) হতে যে পথে ফসল কেটে আনা নেওয়া করেন। হঠাৎ করে ১ সপ্তাহ আগে রুপুলের নেতৃত্বে অবৈধভাবে মহাসড়কের জায়গায় শক্ত করে বাঁশের বেড়া দিয়ে দুটি তালা ঝুলিয়ে কৃষকদেও যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। স্থানীয় কৃষকেরা প্রতিবাদ করতে গেলে তাদের নিকট হতে অর্থ ও চাঁদা দাবী করেন।

দাবীকৃত টাকা না দিলে রাস্তা দিয়ে কৃষকদের বিলে যাতাযাত করতে দিবেন না বলে সাফ জানিয়ে দেন।স্থানীয় কৃষকরা বলেন । হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফসলের দেখভাল নিয়ে তারা বিপদে পড়েছেন। এ বিষয় কেন্দ্র করে যে কোন মুহুতে সংঘর্ষ দেখা দিতে পারে বিধায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্ জোহ্রার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে