নিয়ামতপুরে ছুরিকাঘাতে যুবক আহত

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২; সময়: ৪:১৩ অপরাহ্ণ |
নিয়ামতপুরে ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরের টিএলবি-বামইন রাস্তার সিনড়া মোড়ে ব্রীজের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল আলম খোকন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা প্রায় ত্রিশ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা হয়। ভ্যান চালক সাথে সাথে তাঁকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রবিউল আলম খোকনের বয়স বয়স ৪০ বছরের মতো। বাড়ি নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পিরপুর গ্রামে।
চিকিৎসাধীন রবিউল আলম খোকনের ভাষ্য, তিনি উপজেলার শিবপুর মেলা থেকে বাড়ী ফেরার পথে সাবইল-সিনড়া রাস্তার সিনড়া ব্রীজের কাছে গাছ কেটে দুর্বৃত্তকারীরা রাস্তা বন্ধ করে দেয়। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। তারা আমার কাছে থাকা ৩০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাধা দেই। এর একপর্যায়ে তারা আমার শরীরের তিন জায়গায় ছুরিকাঘাত করে নগদ ৩০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

রবিউল আলম খোকন আরও বলেন, এর পর ছিনতাইকারীরা ভ্যান চালকের মাথায়ও সামান্য আঘাত করে। আমার মনে হয় ভ্যান চালকের সাথে ছিনতাইকারীর যোগসাজস আছে। ভ্যান চালক জানত আমার কাছে টাকা আছে। ছিনতাইকারীরা চলে গেলে ভ্যান চালক নিজেই আমাকে নিয়ামতপুর হাসপাতালে নিয়ে যায়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে