তাহেরপুর পুজা মন্ডপ পরিদর্শনে রাজশাহীর ডিসি-এসপি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২; সময়: ২:১৩ অপরাহ্ণ |
তাহেরপুর পুজা মন্ডপ পরিদর্শনে রাজশাহীর ডিসি-এসপি

নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার উৎপত্তিস্থল শ্রী শ্রী দুর্গমাতার গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা তাহেরপুর যান। তাদের ফুল দিয়ে স্বাগত জানান তাহেরপুর পৌসভার মেয়র আবুল কালাম আজাদ।

পরে তারা দুর্গাপূজার উৎপত্তিস্থল শ্রী শ্রী দুর্গামাতা গোবিন্দ মন্দির চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন মন্দিরের সভাপতি নিশিথ শাহা।

সভায় জেলা প্রশাসক আব্দল জলিল বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাস্ট্র হিসাবে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ব দরবারে এবং উন্নতির দিকে। ধর্ম যার যার উৎসব সবার এ স্লোগানকে সামনে রেখে আমরা প্রশাসনিক ভাবে আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদা পাশে আছি।

সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

অন্যদের মধ্যে ছিলেন, বাগমারা উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুন্ডু পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী প্রদীপ সিংহ, মন্দির কমিটির সদস্য শ্যামল শাহা, বিমল শাহা, সুনীল সাহা, তাপস কুমার দাস পিন্টু, সুকুমার দাশ প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে