গুজব ছড়ানোর কোনো মানে হয় না

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
গুজব ছড়ানোর কোনো মানে হয় না

পদ্মাটাইমস ডেস্ক : রায়হান রাফির পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। গতকাল মঙ্গলবার খবরটি সামনে আসতেই এর নায়িকা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। কারণ, পরিচালক নায়িকার নাম জানাননি।

গুঞ্জন চাউর হয়, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় করবেন ঢালিউড কিংয়ের বিপরীতে। বিশেষ সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করে। সেসব খবর চোখে পড়েছে এ অভিনেত্রীর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, খবরটির সত্যতা নেই।

তিশা লিখেছেন, ‘আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! এমন তথ্য কোথায় পান তারা। আমি যদি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই, সেটা আমিই তো ঘটা করে বলব। গুজব কেন ছড়াতে হবে? এগুলোর কোনো মানে হয় না।’

নায়িকা প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‌‘নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।’

প্রথমবারের মতো রাফির পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। এটি প্রযোজনা করবেন টপি খান। সহযোগী প্রযোজক হিসেবে থাকবে এসকে ফিল্মস। নভেম্বরে শুরু হবে শুটিং। মুক্তি পাবে ২০২৩ সালের যেকোনো ঈদে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে