বাঘায় ভোটার হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২; সময়: ৯:০০ অপরাহ্ণ |
বাঘায় ভোটার হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ভোটার হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মেপ্টেম্বর) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বাঘা রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।

দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের রাজপাড়া থানার নির্বাচন অফিসার আল মামুন, বাঘা উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম।
উপজেলা সাতটা ইউনিয়ন ও দুটি পুরসভায় ২১ জন সুপারভাইজার, ৯২ জন তথ্য সংগ্রহকারী ভোটার হালনাগাদ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, ৮-২৯ অক্টোবর পর্যন্ত উপজেলায় ভোটার হালনাগাদ কর্মসূচি চলবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে