বাঘায় উপজেলা কর্মকর্তাদের সাথে যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তের মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২; সময়: ৮:৫৩ অপরাহ্ণ |
বাঘায় উপজেলা কর্মকর্তাদের সাথে যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মঙ্গলবার (৪ অক্টোবর) মতবিনিময় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত ।

প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন,মুক্তিযোদ্ধাদের বয়স হয়ে গেছে, ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্রও নির্মান করা হয়েছে। এটা দ্রুত চালু করতে হবে। চালু করতে সকল সহায়তা করা হবে। এখানে অনেক দিন থেকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয়না। খুব শীর্ঘ্রই নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধাকে আবাসন তৈরী করে দেওয়া হবে। ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেশে আবাসন নির্মাণ করা হয়েছে। যারা এ সুবাধা থেকে বাদ রয়েছে, তাদেরকেও পর্যায়ক্রমে দেওয়া হবে।

উপজেলা দপ্তর প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরির সুবাদে নিজের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। মুনুষকে ভালবেসে চাওয়া পাওয়ার বাইরে থেকে আমাদের কাজ করে যেতে হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে মতবিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুলেয় আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামানসহ উপজেলা দপ্তরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে