বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২; সময়: ৮:২৯ অপরাহ্ণ |
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী কালেক্টরেট ভবন থেকে শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে গুড নেইবারস এর ম্যানেজার মোশারফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। এসময় বিশেষ অতিথি হিসেবে সাবেক নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বাল্য বিবাহ রোধ এবং কন্যা শিশুদের অধিকার এবং সুরক্ষা বিষয়ে এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য জোর দেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে