কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালন হচ্ছে শারদীয় দুর্গাপূজা

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২; সময়: ৫:১২ অপরাহ্ণ |
কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালন হচ্ছে শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন গ্রামে ৩৮টি মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে পালন হচ্ছে শারদীয় দূর্গাপূজা। উপজেলার কোয়া, কড়ইয়া, সাচার, পালাখাল ও দোয়াটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা দেবী দূর্গাার সান্নির্ধে পালন করছেন এ পূজা।

এদিকে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,পুলিশ সদস্য ও আনসার বাহিনী নিয়োগের মাধ্যমে জোরদার করা হয়েছে।

দোয়াটি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি যুগেশ হালদার ও সেক্রেটারী মানিক সরকার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি পূজামন্ডপে রয়েছে। এতে করে কোনো ধরনে বিশৃঙ্খলা হয়নি বলেও জানান তারা। পরিবার পরিজন নিয়ে ভক্তবৃন্দ আসছেন পূজামন্ডপে।

একাধিক ভক্তরা জানান, প্রতিবছর আমরা শারদীয় দূর্গাপূজা পালন করে থাকি। এবছর পরিবার পরিজন নিয়ে দেবী মায়ের আর্শীবাদ কামনা পূজা পালন করতে এসেছি এবং মঙ্গল কামনায় সকলের ভালোবাসায় মুগ্ধ বলেও জানান তারা।

ওসি ইব্রাহিম খলিল জানান, শারদীয় দূর্গাপুজাকে ঘিরে সব ধরেনর নিরাপত্তা গ্রহন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে