কত সেকেন্ডের বেশি প্রসাব করা বিপজ্জনক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২; সময়: ২:৩৭ অপরাহ্ণ |
কত সেকেন্ডের বেশি প্রসাব করা বিপজ্জনক

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ সময় প্রসাব আটকে রাখলে শরীরে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। প্রস্রাব সংক্রান্ত অসাবধানতা স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কেউ কেউ কয়েক ঘণ্টার জন্য প্রস্রাব আটকে রাখেন। এতে শরীরের মূত্রাশয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

প্রস্রাবের জন্য একেকজন একেকরকম সময় নেয়। কেউ কয়েক সেকেন্ডেই কাজটি সারেন। আবার কেউ কেউ বেশিক্ষণ সময় নেন। আসলে প্রসাব করতে কতক্ষণ সময় লাগবে তা নিয়ে সাধারণত আমরা ভাবি না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, কেউ যদি দীর্ঘ সময় ধরে কাজটি করেন তবে তার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে।

সম্প্রতি একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, কত সেকেন্ডের বেশি প্রসাব করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আপনি যদি নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি প্রস্রাব করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

জর্জিয়ার একদল পদার্থবিদের দাবি, স্তন্যপায়ী প্রাণী যাদের ওজন ৩ কেজির বেশি তারা ২১ সেকেন্ডের মধ্যে মূত্রাশয় খালি করতে পারে। গবেষকরা বলছেন, মূত্রাশয় কতক্ষণ খালি হচ্ছে, তা পর্যবেক্ষণ করলে অনেক স্বাস্থ্য সমস্যা এড়ানো যায়।

ইউনিভার্সিটি অফ মিশিগানের নার্স প্র্যাকটিশনার জেনিস মিলারের মতে, একজন সুস্থ ব্যক্তির প্রসাবের সময় যদি ২০ সেকেন্ডের বেশি হয়, এর মানে হল তিনি অনেকক্ষণ ধরে প্রস্রাব ধরে আছেন। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে, সচেতন হওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সময় ধরে প্রসাব করা কিছু স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মূত্রাশয়ে পাথর, সিস্টাইটিস (মূত্রাশয় জ্বালা)। অবস্থা খারাপ হলে প্রোস্টেট সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে