মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে বিকৃত বক্তব্যের প্রতিবাদে সুজানগরে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২; সময়: ৬:০০ অপরাহ্ণ |
মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে বিকৃত বক্তব্যের প্রতিবাদে সুজানগরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল এর বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে বিকৃত বক্তব্যের অভিযোগ এনে ওই বক্তব্যের প্রতিবাদে সুজানগরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় সুজানগরবাসীর ব্যানারে পাবনা সুজানগর সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন গত রবিবার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে কামরুজ্জামান উজ্জল বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। তার সেই বিকৃত বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এবং এ ধরণের বক্তব্য প্রদানে নিন্দার ঝড় উঠে। তবে বক্তব্য দিতে গিয়ে নিতান্তই অনিচ্ছাকৃতভাবে এই ভুলটি হয়েছে বলে দাবি করেছেন কামরুজ্জামান উজ্জল।

উল্লেখ্য এর আগে গত ২৮ সেপ্টেম্বর ছেলের চাকুরী দেবার নাম করে স্থানীয় পৌর কাউন্সিলর জাকির হোসেনের কাছ থেকে নেওয়া অর্থ এবং পৌর বাজারে ভাড়া নেওয়া বকেয়া দোকান ভাড়া পাওয়ার দাবিতে কামরুজ্জামান উজ্জলের বিরুদ্ধে বিক্ষোভ করে ভুক্তভোগীরা। ঘর মালিক হালিমা খাতুন জানান, এখনো তিনি চার মাসের ঘর ভাড়া পাবেন কামরুজ্জামান উজ্জল এর কাছে । এ বিষয়ে কামরুজ্জামান উজ্জল বলেন একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের চেষ্টা করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে