চিকিৎসায় নোবেল পেলেন সোয়ান্তে পাবো

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২; সময়: ৪:০৯ অপরাহ্ণ |
চিকিৎসায় নোবেল পেলেন সোয়ান্তে পাবো

পদ্মাটাইমস ডেস্ক : ‘বিলুপ্ত হোমিনিনস এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের’ জন্য সুইডিশ নাগরিক সভান্তে পাবোকে ২০২২ সালের নোবেল পুরস্কারে জন্য মনোনীত করেছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। সোমবার এই ঘোষণা দেওয় হয়।

পুরস্কারের ঘোষণার পর নোবেল প্রাইজ কমিটির ফেসবুক পেজে বলা হয়েছে, মানব সভ্যতার উৎপত্তি সম্পর্কে জানতে চাওয়া সব সময়ই আমাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। আমাদের আগ্রহের বিষয় হলো কোথা থেকে এসেছি এবং আমাদের আগে যারা এসেছিল তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কী? হোমো সেপিয়েন্স কি অন্য হোমিনিনদের থেকে আলাদা? সভান্তে পাবোর গবেষণায় এ বিষয়ে আপাতদৃষ্টিতে অসম্ভব কিছু অর্জন রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে