আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ইবির শিরোপা জয়

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২; সময়: ১০:০১ অপরাহ্ণ |
খবর > খেলা
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ইবির শিরোপা জয়

নিজস্ব প্রতিবেদক, ইবি : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরে বাস্কেটবল (পুরুষ) ইভেন্টে জয় লাভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

রবিবার (২ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইন্ডোর বাস্কেটবল গ্রাউন্ডে জাবিকে ৭৪-৬২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে নিলো ইবি।

এ বিষয়ে টিম পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে আমাদের বাস্কেটবল টিম জয় লাভ করায় আমরা খুবই আনন্দিত। পর্যাপ্ত সাপোর্ট পেলে টিম আরও এগিয়ে যাবে।

বাস্কেট বলের দিলের অধিনায়ক সাকিব বলেন, এ বিজয় অর্জনে আমরা খুবই খুশি। টিমের সকলে ভাল খেলায় আমরা জয় লাভ করেছি। সকলের সহযোগীতায় আমরা বিজয়ের এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। উক্ত ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

উল্লেখ্য, ২০১৭,১৮,১৯ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে টানা তিনবার শিরোপা অর্জনের পর চতুর্থবারেও বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ বাস্কেটবলে শিরোপা ছিনিয়ে আনলো ইবি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে