রাজশাহীর পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২; সময়: ৯:২৪ অপরাহ্ণ |
রাজশাহীর পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, পাট সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, দৈনিক শানসাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব, দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, দৈনিক আমাদের রাজশাহী পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজিসহ শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে