পবায় আদালতের রায়ে জমি ফিরে পেলেন হারুন রশীদ

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২; সময়: ৯:২২ অপরাহ্ণ |
পবায় আদালতের রায়ে জমি ফিরে পেলেন হারুন রশীদ

নিজস্ব প্রতিবেদক : আদালতের মাধ্যমে বিবাদমান পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ফিরে পেলেন হারুন রশীদ। হারুন রশীদ বড়গাছী ইউনিয়নের খন্ডক্ষেত্র গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। গত ১৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত হারুন রশীদের পক্ষে রায় ঘোষণা করেন।

এরআগে ভোগদখলে থাকাকালীন সময়ে হারুন রশীদ ১৩ শতাংশ জমিতে ফলজ ও বনজ গাছ রোপন করেন। পাশাপাশি তিন শতাংশ জমিতে বাড়ি করে বসবাস করেন। তার বিরুদ্ধে অন্য ভাগিদাররা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ মামলা করেন।

মামলার বাদিরা হলেন খন্ডক্ষেত্র গ্রামের মৃত করিম দেওয়ানের স্ত্রী মনোয়ারা ওরফে ময়না, করিম দেওয়ানের ছেলে এব্রাহিম দেওয়ান, একরাম দেওয়ান, ময়েন উদ্দিন, আমিনুল ইসলাম দিং। আদালতে মামলা থাকা অবস্থায় বাদিপক্ষ জোরপূবক ওই জমির প্রায় ১২৫টি মেহেগনি গাছ কেটে ফেলেন।

এ অবস্থায় হারুন রশীদের পক্ষে আদালত ২০১৫ সালে প্রাথমিক এবং ২০১৭ সালে চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ের বিপক্ষে তারা আবারো মামলা করেন। চলতি বছরের গত ১৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত হারুন রশীদের পক্ষে রায় ঘোষণা করেন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে