চারঘাটে জেলে ও মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতামুলক সভা

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২; সময়: ২:৫০ অপরাহ্ণ |
চারঘাটে জেলে ও মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতামুলক সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ২০২২-২৩ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজশাহীর চারঘাটের স্থানীয় জনপ্রতিনিধি,স্থানীয় প্রশাসন,আইন শৃংখলা বাহিনী সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মাঝি, জেলে,আড়ৎদার ও মৎস্যজীবিদের সাথে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে (২৯ সেপ্টেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর চারঘাট শাখার আয়োজনে জেলে ও মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতামুলক এই সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ওরফে মতি। এসময় বক্তব্যে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, চারঘাট নৌ-ফাঁড়ির অফিসার ইনর্চাজ বেলাল হোসেন,এএসআই আবুল কালাম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার মাঝি, জেলে,আড়ৎদার , হলদার ও মৎস্যজীবিবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ ব্যপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ বলেন, আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। মা ইলিশ আইন মেনে চলুন, প্রজনন বৃদ্ধিতে সহায়তা করুন । নাহলে অতি দ্রুত বিধি মোতাবেক আইনুাগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে