জিদানের রেকর্ড ভাঙলেন জাভি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২; সময়: ১১:১৩ পূর্বাহ্ণ |
খবর > খেলা
জিদানের রেকর্ড ভাঙলেন জাভি

পদ্মাটাইমস ডেস্ক : জাভি বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন এক বছরও হয়নি। এর আগেই রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদানের গড়া রেকর্ড ভাঙলেন তিনি। লা লিগায় কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে প্রতিপক্ষের মাঠে একটানা সবচেয়ে বেশি ম্যাচ না হারার কীর্তি এখন তার।

শনিবার (১ অক্টোবর) রাতে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেন বার্সা গোলমেশিন রবার্ট লেভানডোভস্কি। ম্যাচের ২০ মিনিটে তার গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আর তাতেই জিদানকে ছাড়িয়ে যান জাভি।

গত বছরের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচ খেলেছেন ১৮টি। যেখানে একটি ম্যাচও হারেনি বার্সেলোনা। জয় পেয়েছে ১৩ টিতে এবং ড্র করেছে পাঁচ ম্যাচে।

এর আগে এই রেকর্ডটি ছিল জিনেদিন জিদানের দখলে। সাবেক এই রিয়াল কোচ ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম দফায় কোচ হয়েছিলেন। তার অধীনে প্রতিপক্ষের মাঠে প্রথম ১৭ ম্যাচে অপরাজিত ছিল লস ব্লাঙ্কোসরা। তারা জিতেছিল ১৩ ম্যাচে, ড্র করেছিল চারটিতে।

লিগে জাভির অধীনে গত ২০২১-২২ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ১৪ ম্যাচ খেলেও হারের তেতো স্বাদ পায়নি বার্সেলোনা। চলমান ২০২২-২৩ মৌসুমে চার ম্যাচ খেলে তারা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সবকটিতে।

এদিকে মায়োর্কার বিপক্ষে জয়ে লিগে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে কাতলান জায়ান্টরা। তবে রোববার (২ অক্টোবর) ওসাসুনার বিপক্ষে জয় পেলে ফের শীর্ষে উঠে যাবে ৬ ম্যাচের প্রত্যেকটিতে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ১৮ পয়েন্ট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে