‘বাকির’ ১০০ টাকার জন্য প্রাণ গেল কাঠমিস্ত্রীর

প্রকাশিত: অক্টোবর ২, ২০২২; সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ |
‘বাকির’ ১০০ টাকার জন্য প্রাণ গেল কাঠমিস্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, নাটোর : মুদি দোকানে ১০০ টাকা বকেয়া থাকাকে কেন্দ্র করে মারামারিতে দোকানে রাখা কাচের বয়ামে হাত কেটে মারা গেছেন এক কাঠমিস্ত্রী।

শনিবার রাত নয়টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের জহির শার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত সাইফুল ইসলাম জয় (৫৫) পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। তিনি ওই এলাকার মৃত জলিল উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের উদ্ধৃত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ১০০ টাকা বাকি রাখাকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে দোকানের বয়ামের কাচ ভেঙ্গে আহত হয় সাইফুল ইসলাম। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, জহির শার মোড়ে মাসুদ (৩৫) নামে ওই মুদি দোকানি বাকির টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজেনর মধ্যে মারামারি বাঁধলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে