হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল হক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২; সময়: ৯:৪১ অপরাহ্ণ |
হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারে বিরাজ করছে দুর্গাপূজার আনন্দ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। দূর্গোৎসবের আনন্দ কেউ যেন নষ্ট না করে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপূজা। পূজা এলেই হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ বিরাজ করে।

হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে বইছে শারদীয় দূর্গাপূজার আনন্দ। বর্তমান সময়ে প্রতিটি উৎসব সকলের। প্রতিটি উৎসবে সবাই একই আনন্দ উপভোগ করে থাকে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল ধর্মের উৎসবে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে থাকে।

শনিবার থেকে শুরু হয়েছে শারদীয় দূর্গাপূজা। এই পূজায় কেউ মদ্যপান না করে সে দিকে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটির লোকজনকে সজাগ থাকতে হবে।

সর্বোপরি করোনা মহামারির এই সময়ে কোথাও যেন অতিরিক্ত ঝুকি নিয়ে জনসমাগম না হয়। সেই সাথে অতিরিক্ত আনন্দ করতে গিয়ে কোন ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে সকলকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে