বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে আরটিজেএ’র শোকপ্রকাশ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২; সময়: ৯:১২ অপরাহ্ণ |
বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে আরটিজেএ’র শোকপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বর্ষীয়ান সাংবাদিক দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র সভাপতি মেহেদী হাসান শ্যামল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এক শোক বার্তায় বলেন, সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে দেশ কিংবদন্তীকে হারালো। তিনি ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ও মুক্তিযুদ্ধের পক্ষের অগ্রদূত। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিকরা একজন অভিজ্ঞ অভিভাবককে হারালেন। এতে অপূরণীয় ক্ষতি হলো জাতির। বিভিন্ন সময়ে গণমাধ্যম আক্রান্তি লগ্নে সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁর অবদান সাংবাদিকরা কখনো ভুলবেন না।

উল্লেখ্য, সাংবাদিক খানশনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন‌।
১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। ১৯৮৭-১৯৯১ মেয়াদে সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদেরও প্রেসসচিব ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিক ছিলেন। তার লেখা ও উপস্থাপনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত প্রচারিত হতো ‘পিন্ডির প্রলাপ’।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে