হিমাগার মালিকপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২; সময়: ৯:১০ অপরাহ্ণ |
হিমাগার মালিকপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে আলুচাষি ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে হিমাগার মালিকপক্ষের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে ও পাঁচদফা দাবিতে আলুচাষি ও আলু ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে মৌগাছী কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষক ও ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে হিমাগার মালিকপক্ষ এরতরফাভাবে সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদ করা হয়। কৃষক ও ব্যবসায়ীদের পাঁচদফা দাবিগুলো হচ্ছে-একতরফাভাবে হিমাগার মালিকপক্ষের বস্তার পরিমাপ না কমানো, বিদ্যুতের দাম না বাড়লে প্রতিবস্তার ভাড়া না বাড়ানো, হিমাগারে ধারণক্ষমতার বেশী আলু সংরক্ষণ না করা, শ্রমিক খরচ না বাড়ানো এবং পালট ও ঘাটতি না দেখানো।

সমিতির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইউনুচ আলী মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সহসভাপতি মোবারক হোসেন ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী।

উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল, দপ্তর বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মতিন, সহপ্রচার সম্পাদক খাইবর দেওয়ানসহ পবা, মোহনপুর ও তানোর উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে