রেকর্ড গড়ে কোহলির পাশে বাবর

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২; সময়: ২:০৭ অপরাহ্ণ |
খবর > খেলা
রেকর্ড গড়ে কোহলির পাশে বাবর

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে পেসার রিচার্ড গ্লিসনকে লং-অন ছক্কা হাকিয়েই পাকিস্তান অধিনায়ক বাবর আজম নাম লেখালেন দারুণ এক মাইলফলকে।

এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড করে বিরাট কোহলির পাশে বসলেন তিনি।

শুক্রবার ৩০ সেপ্টেম্বর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন বাবর।

রেকর্ড স্পর্শ করতে এই ম্যাচে তার প্রয়োজন ছিল ৫২ রানের। ৫১ থেকে ষোড়শ ওভারে ওই ছক্কায় কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান ২৭ বছর বয়সী এই সুপারসনিক ব্যাটসম্যান।

তিন হাজার রানের মাইলফলক ছুঁতে বাবরের লাগল ৮১ ইনিংস। সমান ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন সাবেক ভারত অধিনায়ক কোহলিও।

আর কেউই একশর কম ইনিংসে তিন হাজার রান করতে পারেননি। যে রেকর্ড গড়তে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ১০১ ইনিংস, ভারতের রোহিত শর্মার ১০৮ ইনিংস, আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের ১১৩ ইনিংস লেগেছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে