নওগাঁয় আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত
প্রকাশিত: অক্টোবর ১, ২০২২; সময়: ১:০০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নওগাঁয় বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সসড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
এসময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, জেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদসহ প্রমুখ।