‘শাসন’ করায় শিক্ষককে পেটাল বখাটে শিক্ষার্থী

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২; সময়: ৩:১৫ অপরাহ্ণ |
‘শাসন’ করায় শিক্ষককে পেটাল বখাটে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক , পাবনা : পাবনায় ছাত্রকে শাসন করায় শিক্ষককে প্রহার করলো সেই ছাত্র । ছাত্রীদের উত্যক্তের অভিযোগে শিক্ষার্থীকে ‘শাসন’ করেছিলেন শিক্ষক আবু বক্কার সিদ্দিক। আর তাতেই ক্ষিপ্ত হয়ে অনুসারীদের নিয়ে শিক্ষককে পিটিয়ে আহত করেছে বখাটে শিক্ষার্থী ফারদিন হোসেন।

বৃহস্পতিবার পাবনার সুজানগর উপজেলার সাগরকন্দী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে । আহত শিক্ষক আবু বক্কার সিদ্দিককে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আবু বক্কার সিদ্দিক ওই বিদ্যালয়ের জৈষ্ঠ শিক্ষক। আর বখাটে ফারদিন হোসেন একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের নবম শ্রেণীর বখাটে ছাত্র ফারদিন হোসেনসহ তার অনুসারীরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে শিক্ষক আবু বক্কার সিদ্দিক প্রতিবাদ করেন এবং তাদের ধমক দিয়ে ‘শাসন’ করেন যাতে তারা এমন কাজ না করে।

কিন্তু এতে বখাটে ছাত্র ফারদিন হোসেন শিক্ষক আবু বক্কার সিদ্দিকের উপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষক বিদ্যালয়ে আসলে বখাটে ফারদিনসহ তার অনুসারীরা তাকে বিদ্যালয় চত্বরে লাঠি সোটা দিয়ে বেধড়ক মারপিটে‌ আহত করে।

এ ব্যাপারে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক আবু বক্কার সিদ্দিক।

শিক্ষক আবু বক্কার সিদ্দিক বলেন, একজন ছাত্র বেয়াদবি করবে, স্কুলের মেয়েদের উত্যক্ত করবে। আর তাকে ধমক দেয়া, শাসন করা কি আমার অপরাধ। এজন্য ছাত্র হয়ে শিক্ষকের গায়ে হাত তুলবে এটা মেনে নেয়া যায়না। অভিভাবকরা কি তার সন্তানদের শাসন করা আদব কায়দা শেখানো ভুলে গেছেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত শিক্ষার্থী ফারদিনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে