সিংড়ায় আম পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
সিংড়ায় আম পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : আম গাছের পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৫টায় নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম পারুহারপাড়া। এবিষয়ে ক্ষতিগ্রস্থ ছাগলের মালিক আব্দুর রশিদ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্থানীয় গনমাধ্যম কর্মী আব্দুর রশিদের পিতা মহির উদ্দিন কুরবানির জন্য কেনা দুটি ছাগল চৌগ্রামের পুকুর পাড়ে খুটিতে বেঁধে রাখে। হঠাৎ ছাগল দুটি দড়ি ছিড়ে প্রতিবেশী পারভেজ আলী ও পলাশ উদ্দিনের বাড়ির উঠানে লাগানো একটি আম গাছের পাতা খেয়ে ফেলে। এতে তারা ক্ষিপ্ত হয়ে দুটি ছাগল ধরে পা ভেঙ্গে দেয়। পরে ছাগল দুটিকে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এবিষয়ে স্থানীয় গনমাধ্যম কর্মী আব্দুর রশিদ বলেন, তিনি সংবাদ সংগ্রহের কাজে বাহিয়ে ছিলেন। ছাগলের পা ভেঙে দেয়ার কারণ জানতে গেলে তার মা রওশন আরা কে মারপিটের হুমকি দেয়া হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত পারভেজ আলীর মুঠোফোনে কল দেয়া হলে তার মেয়ে প্রভা খাতুন বলেন, আব্বু একটু অসুস্থ্য। আর প্রতিবেশী রশিদের ছাগল তাদের আম গাছের পাতা খেয়ে ফেলেছে বলে জানান তিনি।
উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আশিক উজ্জামান বলেন, একটি ছাগলের পায়ের চার জায়গায় ভেঙে দেয়া হয়েছে। সেটি কোন ভাবেই হাটতে পারছে না। আর অন্য ছাগলটিও বেশ আহত। হাসপাতাল থেকে যাবতীয় চিকিৎসা দেয়া হয়েছে।

চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, এভাবে ছাগলের পা ভেঙে দেয়াটা অপরাধ। গরু-ছাগল গাছ খেলে তার ইউনিয়নে তো সরকারি খোয়ার রয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা খারাপ প্রকৃতির লোক বলে জানান তিনি।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ছাগলের পা ভেঙে দেয়া হয়েছে তার দপ্তরে একটি অভিযোগ এসেছে। এবিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে