শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের গঠতি কমিটির সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ৮:০৯ অপরাহ্ণ |
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের গঠতি কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও প্রতিমা বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সিটি কর্পোরেশন এলাকার রাস্তাঘাট সংস্কার,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, পূজামন্ডপসমূহে পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা, বিসর্জন ঘাটের উন্নয়ন, নৌকার ব্যবস্থা, স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ, ফায়ারসার্ভিস, বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতার ব্যবস্থাকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি এ্যাডভোকেট শরৎ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, দূর্গাপূজা উদযাপন কমিটির সদস্য সচিব আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপসচিব তৈমুর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে