২ নভেম্বর শিবগঞ্জের দুর্লভপুর ইউপি নির্বাচন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ৭:৫২ অপরাহ্ণ |
২ নভেম্বর শিবগঞ্জের দুর্লভপুর ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবগঞ্জ উপজেলার স্থগিত হওয়া দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিস। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল, ১০ অক্টোবর যাচাই-বাছাই, ১১ থেকে ১৩ অক্টোবর আপিল দাখিল, আপিলের নিষ্পত্তি ১৪ থেকে ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম’এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, যারা ইতোপূর্বে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদেরকে নতুন করে দাখিলের প্রয়োজন হবে না। তবে পূর্বের দাখিলকারীগণের মধ্যে কেউ চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

তিনি আরও জানান, ২০২১ সালের ২৮ নভেম্বর দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে ওই ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের জন্য উচ্চ আদালতে আবেদন করেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজিব রাজু।

এরপর উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে স্থগিত হয় দুলর্ভপুর ইউপি নির্বাচন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে