পানামা সোনামসজিদ পোর্টে বসছে অগ্নিনির্বাপক পানির পাম্প

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
পানামা সোনামসজিদ পোর্টে বসছে অগ্নিনির্বাপক পানির পাম্প

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : দুই দফায় অগ্নিকাণ্ডের পর অবশেষে অগ্নিনির্বাপনে ব্যবস্থা নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি ৭০ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক পানির পাম্প বসানো শুরু করেছে।

জানা গেছে, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে ৫ নম্বর গেটের পাশে ৫০ হাজার করে এক লাখ ধারণক্ষমতার দুটি ট্যাংকি বসানোর কাজ শুরু হয়েছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, গত ১৩ জুলাই বন্দরে দুটি ব্লিচিং পাউডার ভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় সাধারণ পাম্প থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

বন্দর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূর শিবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হওয়ায় সম্পূর্ণ গাড়িসহ পাউডার পুড়ে ভষ্মিভূত হয়। এরপরেই অগ্নিনির্বাপনের উদ্যোগে নেয়া হয়।

মাইনুল ইসলাম আরও জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজের ঠিকাদারি প্রতিষ্ঠান বিএম ইন্টারন্যাশনাল কাজটি বাস্তবায়ন করছে।

আগামী নভেম্বর মাসের শেষের দিকে কাজ সম্পূর্ণ হবে। বন্দরের মধ্যে ১৮টি স্পটে লোহার পাইপের মাধ্যমে এক সাথে পানি সরবরাহ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে