জয়পুরহাটে রিকশা চালক ফারুক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ৬:১৬ অপরাহ্ণ |
জয়পুরহাটে রিকশা চালক ফারুক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে রিকশা চালক ফারুক হোসেন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেওয়া হয়।

এছাড়া মামলার আরেকটি ধারায় তাদের ৫ বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার হিচমী পশ্চিমপাড়া এলাকার আঃ বারীকের ছেলে জুয়েল ও সিরাজ উদ্দীনের ছেলে মাহমুদুল। তারা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৯ জুন দুপুরে সদর উপজেলার মাগনী পাড়ার জালাল উদ্দীনের ছেলে রিকশা চালক ফারুক হোসেন প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হন। পরে রাতে সে আর বাড়ি ফেরেননি।

১ জুলাই সকালে নিহতের বাবা লোকমুখে জানতে পারেন সদর উপজেলার কড়ই কাদিপুর সড়কের পাশ থেকে তার ছেলের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে সেই রিকশাসহ জুয়েল ও মাহমুদুলকে আক্কেলপুর থানা পুুলিশ আটক করে আদালতে সোপর্দ করে।

এ ঘটনায় সেদিনই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামীদের দোষী স্বাব্যস্থ করে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে