মোহনপুরে বিনামূল্যে পেঁয়াজ-মাসকলাই বীজ ও সার বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ৫:১৭ অপরাহ্ণ |
মোহনপুরে বিনামূল্যে পেঁয়াজ-মাসকলাই বীজ ও সার বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ-মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্ জোহ্রা সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মোল্লা, বজলুর রহমান উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ উপজেলা কৃষির বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

এ দিন ২০০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও ২৬ জনের মাঝে মাসকলাই বীজ প্রদান করা হয়। পেঁয়াজ চাষির প্রত্যেককে ২০ কেজি ডিএপি ও ২০ এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি এসব চাষিরা বিকাশের মাধ্যমে দুই হাজার আটশো টাকা করে পাবেন।

এছাড়াও মাসকলাই বীজের সাথে সাথে প্রত্যেক চাষিদের পাঁচ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা এম এ মান্নান ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে