চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ছাতা চাওয়াকে কেন্দ্র করে নেওয়াজ রেহান (২১) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নেওয়াজ গণিত ২য় বর্ষের ছাত্র।

ঘটনা সূত্রে জানান গেছে, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের গনিত ২য় বর্সের ছাত্র ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে নেওয়াজ রেহান (২১) বৃহস্পতিবার দুপুরে কলেজের একটি রুমে যান কিছু দিন আগে ভুল করে রেখে যাওয়া তার ছাতা নিতে। ওই সময় সে খানে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার বসে ছিলেন।

এ সময় সরাসরি নেওয়াজ ছাতা চাওয়াই তার সাথে কথা কাটাকাটির এক পর্যায় ছাত্রলীগ নেতা আনোয়ার শিক্ষার্থী রেহানকে ব্যপক মারপিট করে গুরুতর জখম করে। ছাত্রলীগ নেতার মারপিটের আঘাতে রেহানের ঠোঁট ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। পরে অন্যান শিক্ষার্থীরা আহত অবস্থায় রেহানকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি হাসপাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আনোয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে আহত শিক্ষার্থী।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার বলেন, একটু ভুল বোঝা বোঝির কারনে দুই একটা চড় থাপ্পড় মেরেছি। একটা সমাধান হবে এ বিষয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলঙ্গির জাহান বলেন, অভিযোগ পেয়েছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে