মোহনপুরে নার্সকে হাতুড়ি পিটানো আসামী রিমান্ডে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২; সময়: ১১:২৮ পূর্বাহ্ণ |
মোহনপুরে নার্সকে হাতুড়ি পিটানো আসামী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে আলোচিত সিনিয়র স্টাফ (নার্স) শিলা খাতুনকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটানো আসামী মেহেদি হাসানকে রিমান্ডে নেওয়া আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোহনপুর থানার এসআই ইব্রাহীম খলিলুল্লাহ হত্যা চেষ্টার রহস্য জানার জন্যে ৪ দিনের রিমান্ড আবেদন করলে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক লিটন হোসেন ২ দিনের রিমান্ড মন্জুর করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভায়া রুমের ভিতরে প্রবেশ করে সইপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২১) কর্তব্যরত নার্স শিলা প্রামানিককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করে। প্রাথমিক চিকিৎসা শেষে পরিস্থতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামী সনাক্ত করে মোহনপুর থানায় মামলা দায়ের হয়। ঘটনার পর আসামী পলাতক থাকার পর ২৬ সেপ্টেম্বর আদলতে আত্মসমর্পন করলে আদলত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এরপর হত্যা চেষ্টার রহস্য জানার জন্যে আদালতে পুলিশ ৪ দিনের রিমান্ডে আবেদন করলে সুনানী শেষে ২ দিনের এ রিমান্ড মন্জুর করা হয়।

মোহনপুর থানার এস.আই ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, মোহনপুর কর্মরত অবস্থায় দিনের আলোতে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে হামলা করেন। এ ঘটনা আসামী কেন ঘটালো, আসামী মেহেদীকে কে কোন সন্ত্রাসীর হোতা সাহস দিয়ে এ হামলা চালাতে দিলো। সকল রহস্য উম্মোচনের জন্যে আসামীকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ড শেষে বিস্তারিত জানানো যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে