বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিবস ও আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উযদাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২; সময়: ৭:৫৮ অপরাহ্ণ |
বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিবস ও আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উযদাপন

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিবস ও আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস সরকার, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, অধ্যক্ষ নছিম উদ্দীন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, নাটোর পল্লী সমিতি-২ এর জোনাল অফিসের ডিজিএম প্রবীর কুমার,প্রাণী সম্পদ দপ্তরের সার্জন ডাঃ রোকনুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কেএম নাসির উদ্দীন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান। উপস্থিত ছিলেন ,সরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থীরা।

তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এবারের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় বলা হয়,তথ্য অধিকার আইনের সুফল জনগনের দোড়গড়ায় পৌঁছাতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিবসের আলোচনায় দেশের উন্নয়নে সুস্বাস্থ্য,দীর্ঘায়ু জীবন ও মঙ্গল কামনা করা হয়।

দুপুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট কল্যানী শিশু সদনের শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেণ জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, প্রভাষক আবু বাক্কার সিদ্দিক, উপাধক্ষ্য ওয়াহেদ সাদিক কবির, হোসনে আরা রিতা, আনোয়ার হোসেন মিল্টন, চেয়ারম্যান রবিউল ইসলাম, আনিসুর রহমান, সরেরহাট কল্যানি শিশু সদনের পরিচালক পল্লী চিকিৎসক সামসুদ্দিন সমেস প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে