পবায় ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক দিবস পালিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
পবায় ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, আরএমপি শাহ মখদুম থানা তদন্ত অফিসার নজরুল ইসলাম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. মাসুম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা পশু সম্পদ অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।

আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, নওহাটা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুন্জিল, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মসজিদ কমপ্লেক্স ইমাম গোলাম মওলা, উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজিসহ শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, ভোক্তা অধিকার হংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য সভায় উপস্থিত বক্তাগন ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে