প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ৫ শিক্ষার্থী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ৫ শিক্ষার্থী

পদ্মাটাইমস ডেস্ক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবিতে) পাঁচ শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক-২০২১ এর জন্য মনোনয়ন পেয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের মো. নাদিম মাহমুদ নবীন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইইসিই) বিভাগের মারজিয়া খাতুন, সমাজকর্ম বিভাগের অপর্ণা রাণী, ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের সুস্মিতা প্রামাণিক।

বিজন কুমার ব্রহ্ম জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের ৫টি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে। যারা এই পদক পেয়েছেন তারা তাদের বিভাগে এবং অনুষদে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

পদকের জন্য মনোনীত হওয়ার পর ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুস্মিতা প্রামাণিক জানান, আমি অনেক আনন্দিত। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে এমন একটা সুযোগ দিয়েছেন।

সর্বোপরি, আমার পরিবার, শিক্ষকরা এবং বন্ধুমহল যারা সবসময় আমাকে সহযোগিতা করছেন, উৎসাহ যুগিয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।

ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইইসিই) বিভাগের মারজিয়া খাতুন জানান, নিজের কাছে ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকেই স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন সামনের লক্ষ্যগুলো পূরণের চেষ্টায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে