মহাদেবপুরে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
মহাদেবপুরে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিশেষ মুনাজাত পরিচালনা ও জন্মদিনের কেক কাটা হয়।

পরে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি গোলাম নূরানী আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চেরাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদত হোসেন, সফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকতারুজ্জামান বাবলু, রাইগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সরদার আরিফ, সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিমান চন্দ্র বর্মণ, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি অমিত কুমার ব্যানার্জী বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, স.ম জাহাঙ্গীর আলম তোতা ও অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হোসেন মন্ডল, অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, উপ-দপ্তর সম্পাদক কুদরত-ই-খুদা সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসহেব কাক্কা, হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা শ্রী প্রভাত ব্যানার্জী বাবুল, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক কালাম, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঞা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা যুব মহিলা লীগের নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুছা আল আশআরী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে