ভারতে জন্মহার নিম্নমুখী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২; সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ |
ভারতে জন্মহার নিম্নমুখী

পদ্মাটাইমস ডেস্ক : ১০ বছরের ব্যবধানে ভারতে সার্বিক সন্তান উৎপাদনের হার (জেনারেল ফার্টিলিটি রেট বা জিএফআর) কমেছে ২০ শতাংশ। এক সমীক্ষার রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।

২০০০ সালে স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেমে প্রদত্ত তথ্যানুসারে, ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ভারতের জিএফআর ছিল ৮৬.১ শতাংশ। ১০ বছর পরে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সেই হার কমে দাঁড়িয়েছে ৬৮.৭ শতাংশে। এর মধ্যে গ্রামীণ এলাকায় সার্বিক সন্তান উৎপাদনের হার কমেছে ২০.২ শতাংশ এবং শহরে জিএফআর কমেছে ১৫.৬ শতাংশ।

বিশেষজ্ঞদের দাবি, জিএফআর দেশের জনঘনত্বের ঘাটতির দিকটি নির্দেশ করে, যা খানিকটা হলেও স্বস্তির বিষয়। নারীদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে করা, পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ এবং বাজারে গর্ভনিরোধকের ব্যাপক প্রাপ্তি- এ সব বিষয়ের ওপর নির্ভর করে জিএফআরের ওঠানামা।

সমীক্ষার আরো বলা হয়, নারীদের মধ্যে মা হওয়ার সার্বিক বয়সও গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৩০ বছরের বেশি বয়সেই নারীরা এখন বেশি মা হওয়ার কথা ভাবছে।

উল্লেখ্য, প্রতি হাজারে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীর মাথাপিছু সন্তান জন্মদানের হারকে বলা হয় জিএফআর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে