রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল ম্যাচ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২; সময়: ১১:০১ অপরাহ্ণ |
খবর > খেলা
রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা ও মমতা নার্সিং ইন্সটিটিউটের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রুয়েট ক্যাম্পাসে এ টুর্নামেন্টর আয়োজন করা হয়।

এসটিএফ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বনেতৃত্বের অহংকার শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্টে মমতা নার্সিং ইন্সটিটিউটের ১ম বর্ষ ব্রাজিলিয়ান টিম ও যৌথ ভাবে ২য় ও ৩য় ব্যাচ আর্জেন্টাইন দল অংশগ্রহণ করে। শত শত উৎসুক দর্শক ও অভিন্ন সাজে শিক্ষার্থীদের উপস্থিতিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠ ক্রীড়ামোদীদের মুহুর্মুহু সমর্থকদের হৈ হুল্লোড়ে ফুটবল মাঠ সরগম হয়ে ওঠে। খেলায় ব্রাজিলিয়ান টিমকে হারিয়ে আর্জেন্টাইন দল ৪-১ গোলে জয় লাভ করে।

পরে অংশকারী খেলোয়াড়দের মাঝে বিভিন্ন পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অব দি ম্যাচ আলহাজ হৃদয়, সেরা গোলকিপার রাকিব, সেরা ডিফেন্স সোহান, সর্বোচ্চ গোলদাতা মুশফিক, সেরা দলনেতা ব্রাজিলিয়ান টিম মনিরুজ্জামান, সেরা দর্শক তামান্না সাবানা কায়ছার নেচা, আখি।

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের রাজশাহীর সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক রুয়েটিয়ান তানভীর আহমেদ আবির সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন। পরে তারা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় মমতা নার্সিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমিসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে