জয়পুরহাটে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের অভিযান

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২; সময়: ৯:১০ অপরাহ্ণ |
জয়পুরহাটে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট শহর যানজট মুক্ত করতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত দখল মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জয়পুরহাট ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের পূর্ব বাজার, ধানমন্ডি মোড়, সদর রোডে জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলামের নের্তৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জয়পুরহাট জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম জানান, সড়কের দুই পার্শে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার কারনে যানজটের সৃষ্টি হয়। কোনো অবস্থাতেই সড়কের পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না।

ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে। বিশেষ এ অভিযানে ট্রাফিক পুলিশের (টিআই) নাজমুল হোসেন, ফরিদ হোসেন, ট্রফিক সাজেন্ট দেলোয়ারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে