কোভিড -১৯ প্রতিরোধে নগরীতে মত বিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২; সময়: ৯:০০ অপরাহ্ণ |
কোভিড -১৯ প্রতিরোধে নগরীতে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : নগরীতে কোভিড -১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ঠ বিভাগ সমূহের সাথে ‘ কোভিড-১৯ ভ্যাকসিন কেন জরুরী ও আমাদের করণীয়’ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী সিভিল সার্জনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডা: এস এম বায়েজেদুর রহমান, শাহমখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন, রেডিও পদ্মার ওয়ালিউর রহমান বাবু, সমাজসেবী হাবিবুর রহমান, দি হাঙ্গার প্রোজেক্ট এর রাজশাহী জেলা সমন্বয়কারী আল আমিন মিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পিএফজি তানোর এর সমন্বয়কারী মাসুদুল আলম মাসুদ। পাওয়ার পয়েন্টে এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাঙ্গার প্রোজেক্টএর রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান। প্রকল্পের তথ্য কর্মকর্তা মাহফুজুল হক তিতাস এর সঞ্চালনায় ও রাজশাহী জেলা সমন্বয়কারী রাসেল আহমেদ এর সহযোগিতায় অনুষ্ঠানে ডাক্তার, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রোজেক্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে