নওগাঁয় রাইস মিলে দূষণ নিয়ন্ত্রণে সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২; সময়: ৮:৫৬ অপরাহ্ণ |
নওগাঁয় রাইস মিলে দূষণ নিয়ন্ত্রণে সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় অটোমেটিক রাইস মিলে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে পরিবেশ অধিদপ্তর ও নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতি এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সুফিয়া নাজিম। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক কমল।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মেজ বাবুল আলম, নওগাঁ অটোমেটিক রাইস মিল পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মিলের ডাস্ট ও তরল বর্জ দূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশের সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্ঠা চালানোর বিষয়গুলো তুলে ধরেন।

পরে মুক্ত আলোচনার মাধ্যমে মিলাররা তাঁদের বিভিন্ন সংকটের কথা জানান এবং সেগুলো সমাধানের লক্ষ্যে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে