বাগমারায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২; সময়: ১:০১ অপরাহ্ণ |
বাগমারায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ-মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চলতি অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কুষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, পিআইও রাজীব আল রানা, চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগেরযুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগ নেত্রী কহিনুর বানু, জাহানরা বেগম প্রমুখ। এছাড়াও উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও ২৬ জনের মাঝে মাসকলাই বীজ প্রদান করা হয়। পেঁয়াজ চাষির প্রত্যেককে ২০ কেজি ডিএপি এবং ২০ এমওপি সার প্রদান করা হয়। সেই সাথে এসব চাষিরা নগদের মাধ্যমে দুই হাজার আটশো টাকা করে পাবেন। এছাড়াও প্রত্যেক চাষীকে ৫ কেজি করে মাসকলাই বীজ এবং ৫ কেজি করে এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে