শাহজাদপুর আঁখির জায়গা নিস্পত্তি করলেন পৌর মেয়র

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ৭:৪৪ অপরাহ্ণ |
শাহজাদপুর আঁখির জায়গা নিস্পত্তি করলেন পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সাফ ফুটবল চ্যাম্পিয়ান জাতীয় নারী ফুটবলার আঁখির সিরাজগঞ্জের শাহজাদপুরের সরকারী বরাদ্ধের জায়গার বিরোধ নিস্পত্তি করা হয়েছে । সোমবার সিরাজগঞ্জ আদালতে মামলার বাদী মকরম প্রামানিকের উপস্থিতিতিতে এ মামলা নিস্পত্তি করা হয় । শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদীর সার্বিক সহযোগীতায় এ মামলা নিস্পত্তি করা হয় ।

জানা গেছে, শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়া মৌজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ফুটবলার আখি খাতুন কে জায়গা খাস জমি বরাদ্ধ দেয়া হয় । সেই জায়গায় নিয়ে দ্বাবারিয়া গ্রামের মকরম প্রাং অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। সাফ ফুটবল জয় শেষে নারী চ্যাম্পিয়ন দল যেদিন বাংলাদেশে আসে এবং তাদের রাষ্ট্রীয় ভাবে সন্মাননা করা হয় । সেদিন ২২ সেপ্টম্বর আঁখির জায়গার উপর ১৪৪ ধারার নোটিশ নিয়ে আসে ।

এ ব্যাপারে মেয়র মনির আক্তার খান তরু লোদী জানান, মামলার বাদীর সাথে কথা বলে সমঝোথার ভিত্তিতে মামলা প্রত্যাহার করা হয়েছে। মেযর আরও বলেন, আমরা সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার এর সাথে কথা বলেছি । মামলা মিমাংসা হওয়ায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন।

এ দিকে আঁখির বাবা আখতার হোসেন জানান, মামলা নিস্পত্তি হওয়ায় তিনি পৌর মেয়র সহ প্রশাসনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন । বিষয়টি নিয়ে শাহজাদপুরের বিভিন্ন মহলও সন্তোষ প্রকাশ করেছেন ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে