গোদগাড়ীতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২; সময়: ৬:৩১ অপরাহ্ণ |
গোদগাড়ীতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার বেলা সাড়ে উপজেলা পরিষদ হলরুমে ওয়েভ ফাউন্ডশনের আয়োজনে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষে শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প।

গোদাগাড়ী এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি আলমগীর কবির তোতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম। বিশেষ অতিথি থেকে বিভিন্ন তথ্য উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু,।

এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ ও উপজেলা সহায়ক জালাল উদ্দীনসহ উপজেলার কর্ম এলাকাভুক্ত ইউনিয়নের সদস্য, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে